মুন্সিগঞ্জ শহরে অভিযান চালিয়ে ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের গনকপাড়া এলাকার একটি অটোরিকশা গ্যারেজের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নুর মোহাম্মদ ডিপজল সরদার হত্যার এজাহার নামীয় আসামি সোহান খালাশী (২৯) ও রাসেল হোসেন হৃদয় (৩০)। অপর গ্রেফতারকৃত হলেন নাসির উদ্দিন (৪৪)। তাদের সকলের বাড়ি গনকপাড়া এলাকায়।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, মাদক বিক্রির খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম গনকপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করে তাদের তল্লাশি করা হয়। এ সময় আটক নাসিরের প্যান্টের পকেট থেকে ১০ পিস এবং ছাত্র হত্যা মামলার আসামি সোহানের ট্রাউজারের পকেট থেকে ৫ পিস ইয়াবা ও রাসেলের পরিহিত প্যান্টের পকেট থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংঘর্ষে মারা যান নুর মোহাম্মদ ডিপজল সরদার। দিনমজুর ডিপজল শহরের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা।
বিডি-প্রতিদিন/বাজিত