ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ। পূর্ব নির্ধারিত উচ্ছেদ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সানকিপাড়া রেলগেইটের সামনে দুইপাশে অবৈধভাবে গড়ে উঠা বাজার ও দোকানপাটসহ রেলওয়ে স্টেশনের আশে পাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী কমান্ড্যান্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম, আনসার প্লাটুন কমান্ডার রবিউল হাসান ও সেনাবাহিনীর কর্মকর্তাগণের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ চলাকালে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এই উচ্ছেদ অভিযানে তাদের পথে বসার উপক্রম হয়েছে। তাদেরকে স্থানান্তর বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেন স্থানীয় ব্যবসায়ীরা।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, যুগযুগ ধরে রেলওয়ের সম্পত্তি একটি প্রভাবশালী মহল তাদের দখলে নিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিল। সিটি কর্পোরেশন অবৈধভাবে এসব জায়গা লিজ দিয়েছে যেটা তারা পরে না। যে কারনে এগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে। ব্যবসায়ীরা জানেন এটা রেলের জায়গা, সিটি কর্পোরেশনও জানে এটা রেলের জায়গা। ব্যবসায়ীরা জেনেশুনে নিয়েছেন এবং সিটি কর্পোরেশনও জেনেশনে দিয়েছে। তিনি আরও বলেন, সানকিপাড়া বাজারটি কয়েক যুগ ধরে থেকে লিজ দিয়ে আসছে সিটি কর্পোরেশন কর্তপক্ষ। যেটি সম্পূর্ণ বেঅইনী এবং সিটি কর্পোরেশন কোনভাবেই এটি করতে পারে না। যেটা লিজ দেয়া সম্ভব সেটা টেন্ডারের মাধ্যমে বাণিজ্যিকভাবে লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হবে। টেন্ডারের মাধ্যমে সেসব জায়গা আগে যারা ছিল তারাও সুযোগ পেতে পারে অন্যরাও পেতে পারে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনির পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও কতিপয় ব্যবসায়ীদের আপত্তিতে কিছু সময় বন্ধ ছিল। পরবর্তীতে বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদের সুপারিশে উচ্ছেদ অভিযান দুপুর একটার দিকে স্থগিত করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা প্রসঙ্গে বুধবার সন্ধ্যায় সিদ্বধান্ত নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম