খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা পালিত হচ্ছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সকাল থেকে য়ংড বৌদ্ধ বিহারে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।
মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধিবৃক্ষমূলে মৈত্রী পানি বর্ষণসহ নানা আয়োজন করা হয়। এছাড়া সকাল ১০ টায় শুরু হয় ভিক্ষু সংঘের ধর্ম দেশনা।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন বিহারে বুদ্ধপূর্ণিমায় উপাসক-উপাসিকা ও পুণ্যার্থীরা ব্দ্ধুপূজা, পিন্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কারদান, বুদ্ধ মূর্তিদান করে।
এসময় বাংলাদেশসহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। গৌতম বুদ্ধে অহিংসাবানী প্রচারের মাধ্যমে বিশ্বে শান্তি ফিরবে এমন আশা আয়োজকদের।
বিডি প্রতিদিন/হিমেল