বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে খড়িডাঙ্গা গ্রামে সুমনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুমন উক্ত গ্রামের নুর ইসলামের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমনের সঙ্গে একই গ্রামের মশিয়ারের লোকজনের কথা-কাটাকাটির একপর্যায়ে সুমনের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক