বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৬ মে) দুপুরে নেত্রকোনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সকল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
রবীন্দ্র-নজরুল সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে বিশেষ আয়োজন নিয়ে সভায় জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে প্রবন্ধ উপস্থাপন, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জেলা শিল্পকলা একাডেমি।
সবার মতামতের ভিত্তিতে সভায় গৃহীত সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার, জিপি এডভোকেট মাহফুজুল হক, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগম, বাসসের তানভীর হায়াৎ খান, এনসিপির নেত্রকোনার দায়িত্বপ্রাপ্ত প্রীতম সোহাগ, পাঠশালা ব্যান্ডের জাকারিয়া খান রিজনসহ অন্যরা।
বিডি প্রতিদিন/জামশেদ