গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় শফিকুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার শফিকুল ইসলাম উপজেলার বড়দহ ইউনিয়নের বড়দহ গ্রামের রফিকুল ইসলাম প্রধান বাবলুর ছেলে। তিনি জামায়ত কার্যালয় ভাঙ্চর মামলার আসামী।
শনিবার (৩ মে) দিবাগত মধ্য রাতে উপজেলার হরিরামপুর ইউপির বড়দহ পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আজ রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ