মাদারীপুর সদর উপজেলার চোকদার ব্রিজ এলাকা থেকে ফেনসিডিলসহ এনামুল দর্জি ও সুমন দর্জি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এদেরকে গ্রেপ্তার করে।
পরে রবিবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত এনামুল দর্জি ও সুমন দর্জি জেলা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা। আটক এনামুলের নামে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ ৯টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের তথ্য মতে, অনেকদিন ধরেই এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা করছিলেন এনামুল। মাদক বিক্রি বন্ধ রাখতে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দেয়। চলতি বছরের ২০ জানুয়ারি ১১০ বোতল ফেনসিডিলসহ একবার আটক হন এনামুল দর্জি। পরে জামিনে বের হয়ে পুনরায় ফেনসিডিল ব্যবসা শুরু করেন এই চক্র।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গোপন খবরে জেলার গোয়েন্দা পুলিশ জানতে পারে ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান মজুদ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ এনামুলকে ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান এনামুলের সহযোগী শফিক দর্জি (৩৫) ও ইমরান দর্জি (২০)। পলাতক ওই দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ