প্রথম স্বামীকে তালাক না দিয়ে দুই সন্তান রেখে দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার গড়ায় এক নারী ও তার সঙ্গীকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শনিবার (৩ মে) সন্ধ্যায় মানিকগঞ্জের সদর উপজেলার উচুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের মানিকগঞ্জ সদর থানায় হেফাজতে নেয়।
অভিযোগে জানা যায়- ৯ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে কাজী আক্কাস (৩৫) ও বন্যা শিকদার (২৫) সংসার শুরু করেন। তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। দেড় বছর আগে বন্যা মোবাইল ফোনের মাধ্যমে প্রেমে জড়িয়ে দুই সন্তানকে ফেলে ইনসান হোসেন হৃদয়ের (২৮) সঙ্গে পালিয়ে যান। সম্প্রতি আকস্মিকভাবে স্ত্রীকে নতুন স্বামীর সঙ্গে দেখে হতবাক হয়ে পড়েন কাজী আক্কাস। স্থানীয়দের জানালে তারা দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে প্রথম স্বামীর অভিযোগের সত্যতা পান এবং পুলিশে খবর দেন।
বন্যা শিকদার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের চান্দি গোলড়া গ্রামের বাসিন্দা এবং দ্বিতীয় স্বামী হৃদয় ভোলার মধ্য জয়নগর গ্রামের মো. নাসিরউদ্দিনের ছেলে। প্রথম স্বামী কাজী আক্কাস পেশায় একজন গাড়ির ইঞ্জিন মেকানিক।
কাজী আক্কাস বলেন, “সে আমাকে কিছু না জানিয়ে চলে গেছে। আমার দুইটি মেয়ে আছে, আমি এর ন্যায়বিচার চাই।” এদিকে, হৃদয় জানান, “বিয়ের আগে তার স্ত্রী বন্যা বিবাহিত ছিল- এ কথা আমি জানতাম না।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, দম্পতিকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ