শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং: স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব”।
শনিবার (৩ মে) রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ। সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ।
সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু হানিফ। আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সদস্য মো. জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, শান্ত রায়, মোরাদ হোসেন চাঁন ও মুরাদ মিয়া প্রমুখ।
এছাড়াও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের মধ্যে শহিদুল ইসলাম হীরা, জোবায়দুল ইসলাম, কাজী মাসুম ও হোসাইন আহমেদ মোল্লা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও জবাবদিহিমূলক রাখার জন্য সরকারের গৃহীত গণমাধ্যম সংস্কার নীতিমালার বাস্তবায়ন জোরদার করতে হবে। তারা চাঁদাবাজমুক্ত, শিক্ষিত ও পেশাদার গণমাধ্যম কর্মী গঠনের মাধ্যমে একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত গড়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব থেকে মুক্ত থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ