বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারকালে টেকনাফ উপকূল থেকে ৬০০ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি কাঠের বোটসহ রোহিঙ্গাসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ স্টেশনের টহল জাহাজ বিসিজিএস ‘তাজউদ্দিন’ ১ মে রাতের প্রথম প্রহরে শীলখালি উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে এই অভিযান চালায়।
অভিযানে আটক করা হয় চট্টগ্রামের কর্ণফুলি থানার মাষ্টার হাট এলাকার দ্বীপ কালারুন গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র জিন্নাত আলীর (৩৫) মালিকানাধীন 'এমভি আরিফুল হাসান' নামের কাঠের বোটটি। বোটে তল্লাশি চালিয়ে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
আটক অন্যান্যদের মধ্যে রয়েছেন একই এলাকার মৃত খলিলুর রহমানের আরেক পুত্র ও বোটের মাঝি আব্দুল মান্নান (৪০), টেকনাফ হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার নং-সি-২৭ এর রফিকের পুত্র আব্দুল ওয়াহেদ (২৩), চট্টগ্রামের মিরসরাইয়ের গজারিয়ার নজরুল ইসলামের পুত্র রিয়াদ হোসেন (২৭), একই এলাকার মো. দুলাল হোসেনের পুত্র মো. তারেক হোসেন (২৩), কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ির রমজান আলীর পুত্র আব্দুল কাদের (৪৭), একই এলাকার বানচু মিয়ার পুত্র তৌহিদুল ইসলাম (৩৫), তালেব আলীর পুত্র বাহাদুর (৪৩), মাতারবাড়ি উত্তর রাজঘাটের মৃত আবুল কালামের পুত্র মো. নুরবক্স (৫৪), নোয়াখালীর চর জব্বার থানার নয়াপাড়া গ্রামের মৃত রুস্তুম আমিনের পুত্র মো. সরোয়ার উদ্দিন (৫২), চট্টগ্রাম পটিয়ার লাখেরা গ্রামের রাজা মিয়া ছারাংয়ের পুত্র মো. ওসমান (৫৬)।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ.এম.এম হারুন-অর-রশিদ জানান, আটক ১০ জন আসামি ও জব্দ করা ইউরিয়া সার বৃহস্পতিবার দুপুরে টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক