“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক এবং আমরা এই লক্ষ্যেই কাজ করছি।”
আলোচনায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, এনএসআইয়ের যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী, পুলিশের এএসপি, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, ছাত্র প্রতিনিধি জাহিদ হোসেন এবং শ্রমিক নেতা মাহবুব উদ্দিন আবু তালেব বাসেদ।
অন্যদিকে, জেলা শ্রমিক দলের উদ্যোগে কলাবাগান এলাকা থেকে পৃথক একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিন্টু ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ