গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার শপথ বৈরাগী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সারওয়ার হোসেন এবং উপ-মহাপরিদর্শক এইচ.এম. শাহাদাত।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান এবং সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ