আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে কালেক্টর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে সম্মেলন কক্ষে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার এবং পেশাজীবী সংগঠক অলিয়ার রহমান খানের নেতৃত্বে শহরে একটি পৃথক র্যালি বের করা হয়। এই র্যালিতে শ্রমিক ও পেশাজীবীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ