“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”-এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে মহান মে দিবস।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এই র্যালিতে অংশ নেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেনের নেতৃত্বে আরেকটি র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
জেলা ইমারত নির্মাণ শ্রমিক, রং শ্রমিকসহ বিভিন্ন ইউনিয়নের উদ্যোগেও পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ