ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছে। এদের মধ্যে রাজীব (২৮) ও লিমন (২৬) নামে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অপরজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে একপক্ষের নেতৃত্ব দেন পশ্চিম আলগী গ্রামের দেলোয়ার মাতুব্বর (৬৮) ও অপরপক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের আলী মাতুব্বর (৭১)।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেলোয়ার মাতুব্বরের পক্ষের ফেরদৌসী বেগম (৪০) জানান, স্থানীয় হরিরহাট বাজারে দুটি দোকান বিক্রি নিয়ে এ বিরোধের সূত্রপাত হয়। একপক্ষে নেতৃত্ব দেন আলী মিয়া মাতুব্বর এবং অন্যপক্ষে নেতৃত্ব দেন দেলোয়ার মাতুব্বর।
তিনি আরও বলেন, দেলোয়ার মাতুব্বরদের দুটি দোকান আলী মাতুব্বর বেশ কিছুদিন পূর্বে অন্য লোকের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। বেশ কয়েকবার এ নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে। মঙ্গলবার এ নিয়ে সালিশ বৈঠক চলাকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা হয়। পরে আলী মিয়া মাতুব্বরের লোকজন আমাদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুর করে। এতে আমাদের পক্ষের দুইজনকে ফরিদপুর মেডিকেল, আমাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলগী ইউনিয়ন পরিষদের সদস্য ও পশ্চিম আলগী গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গত পাঁচদিন আগে আলী মিয়া মাতুব্বরের উপর হামলা করে প্রতিপক্ষ দেলোয়ার মাতুব্বরের লোকেরা। এ নিয়ে উত্তেজনা চলছিল। হরিরহাট বাজারে দোকান বিক্রিসহ বিভিন্ন বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের হরিরহাট বাজারে দোকান বিক্রি নিয়ে দুইপক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ব্যাপারে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এমআই