গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত রপ্তানীযোগ্য প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি চালের জাত ব্রি ধান১০৪ এর ফসল কর্তণ উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বোড়াশী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় সোমবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক সহকারি আব্দুল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের জৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোমেল বিশ্বাস ও ড. হুমায়ূন কবির বক্তিয়ার।
এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী সিকদার, কৃষক আকবার আলী শেখসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এতে ওই গ্রামের শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন। এ জাতের ধান হেক্টরে ৭.৭ টন ফলন দিয়েছে বলে মাঠ দিবস থেকে জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ