জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সোমবার সকালে নোয়াখালীতে জেলা জজ আদালতের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারী ও শিশু আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস, জেলা প্রশাসক মোহাম্মদ ঈসমাইল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন।
আরও উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৌউব আরিফ, নোয়াখালী বারের সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, সম্পাদক আমির হোসাইন বুলবুল, জিপি নুরুল আমিন, জয়নাল আবেদিনসহ শতাধিক আইনজীবী ও অন্যান্য পেশার ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/এমআই