ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সুন্নতে খতনায় দাওয়াত না দেওয়াকে কেন্দ্র দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের এ ঘটনায় গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ জনকে পাঠানো হয়েছে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
এলাকাবাসী জানান, সুয়াদি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মিয়া গোষ্ঠীর মধ্যে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন আলী মিয়া ও অপরপক্ষে আছেন সোহাগ মিয়া। সোহাগ মিয়ার ছেলের সুন্নতে খাতনা উপলক্ষে গত শুক্রবার তার বাড়িতে গরু জবাই করে লোক খাওয়ার আয়োজন করেন। ওই অনুষ্ঠানে গ্রামের একই গোষ্ঠীর অনেককেই দাওয়াত করেননি সোহাগ। এনিয়ে প্রতিপক্ষের মধ্যে ক্ষোভ ছিল। রবিবার সকালে দুই পক্ষের শতাধিক লোক সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সুয়াদি গ্রামের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম