আসন্ন বর্ষা মৌসুমে লক্ষীপুরে জলাবদ্ধতা নিরসনে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এতে আরও বক্তব্য রাখেন পৌর প্রশাসক জসিম উদ্দিন।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোশারেফ হোসাইন, জেপি দেওয়ান (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূঁইয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, এবং রামগঞ্জ, রামগতি, রায়পুর, কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, এনজিও ফোরামের জেলা সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট নুর মোহাম্মদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক