সিলেটের সীমান্ত এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাতে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
অভিযানে নেতৃত্ব দেন ৪৮ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মো. নূরুল হুদা।
বিজিবি জানিয়েছে, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সিলেট সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক