মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের এই গানটি লিখেছেন এবং সুর করেছেন করেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। গানটিতে বাপ্পার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন একঝাঁক তরুণ শিল্পী।
প্রসঙ্গত বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের এক শিশু গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী মাঠপাড়া গ্রামে যৌন নির্যাতনের শিকার হয় এবং গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করে। এ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারাদেশে শুরু হয় তীব্র আন্দোলন। শিশুটিকে নিয়ে সারা দেশের সচেতন মানুষজন আবেগে আপ্লুত হয়ে পড়ে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কবি মাহবুবুল খালিদ ‘মাগুরার ফুল’ শিরোনামে একটি প্রতিবাদী ও সচেতনতামূলক গান রচনা ও সুর করেন। গানটির শুরুতেই রয়েছে ‘মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই। ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই॥’
সম্প্রতি গানটির কণ্ঠ ধারণ, মিক্সিং ও মাস্টারিং সম্পন্ন হয়েছে। সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। গানটির ভিডিও নির্মাণ করছেন চন্দন রায় চৌধুরী। এতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া।
গানটি শিগগিরই মাহবুবুল খালিদের সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ এবং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে।
গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, “মাগুরার ছোট্ট শিশুর মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এমন ভয়াবহ ঘটনা কিছুদিন পর ভুলে যাই আমরা। অপরাধীরা পার পেয়ে যায়। খালিদ ভাই এমনভাবে গানটি লিখেছেন, যা আমাদের বিবেক বারবার নাড়া দেবে। এই গানে কণ্ঠ দিতে পেরে ভালো লেগেছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”
বিডি প্রতিদিন/আশিক