মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির অপরাধে মো. ইয়াসিন আহম্মেদ সান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাত সোয়া ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৩০ মার্চ রাতে মগবাজার ফ্লাইওভারের ওপর বাংলামোটরের দিকে যাওয়ার অংশে দুজন দুষ্কৃতকারী ল্যাম্পপোস্টের তার কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার চুরির সঙ্গে জড়িত ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। পরে সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতার ইয়াসিন একজন পেশাদার চোর। তিনি মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরিসহ একাধিক তার চুরির ঘটনা সংঘটিত করেছিলেন বলে স্বীকার করেছেন। তার নামে ডিএমপির রমনা মডেল থানা ও তেজগাঁও থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার চুরির ঘটনায় জড়িত অপরজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন