নির্বাচনের প্রস্তুতি নিয়ে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সিনিয়র অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসাইন বুলবুল, কাজী কবির আহম্মেদ, অ্যাডভোকেট আবদুল হক, অ্যাডভোকেট নুরুল আমিন, অধ্যক্ষ আজম খান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, অ্যাডভোকেট পলাশ, অ্যাডভোকেট খুরশিদ আলম প্রমুখ।
বক্তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে একটি শক্তিশালী ফোরাম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং যারা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হবেন, তাদেরকে নিজ প্রার্থিতা ঘোষণা ও কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল