এক হাজার অবৈধ অভিবাসীকে কাজ প্রদানকারী ১ হাজার ২০০ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানে এদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গ্রেপ্তারদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। তবে আইন লঙ্ঘন করে ওইসব অবৈধ অভিবাসীকে কাজে নিয়োজিত করার দায় বহন করতে হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানকে।
হোমল্যান্ড সিকিউরিটি তদন্ত টিমের পরিচালক রোবার্ট হ্যামার জানিয়েছেন, কর্মস্থল থেকে অবৈধ অভিবাসী গ্রেপ্তারের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে গত দুই মাসে এবং যেসব প্রতিষ্ঠান আইন ভেঙে অবৈধদের কাজ দিয়েছিল তাদের এখন জরিমানা গুনতে হচ্ছে। আমেরিকানদের চাকরি/কর্মসংস্থানে যাতে কোনো সমস্যা/ সংকট না হয়, সে জন্যই বিদ্যমান আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর কোনো ব্যবসাপ্রতিষ্ঠান যাতে অভিবাসনের আইন লঙ্ঘনে সাহস না দেখায়, সেজন্য জরিমানার বিকল্প নেই।
মিশিগানের ডেট্রয়েট সিটিতে আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) ভারপ্রাপ্ত স্পেশাল এজেন্ট জেয়ার্ড মারফি বলেছেন, চীনা মালিকানাধীন একটি হুন্ডি প্রতিষ্ঠানে ২ এপ্রিল হানা দিয়ে ১৪টি শাখা থেকে বিপুল অঙ্কের ডলার উদ্ধার করা হয়েছে। তারা মিশিগানে বসবাসরত অবৈধ অভিবাসীদের নামমাত্র মজুরিতে ওহাইওতে বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়েছে। এসব অবৈধ অভিবাসীর সন্ধান পাওয়া গেছে ট্যাক্স ডিপার্টমেন্টের সহায়তায়। লুইজিয়ানার একটি ফ্যাক্টরি থেকে ১১ জন, পেনসিলভেনিয়া থেকে চারজন এবং নিউজার্সির বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একই দিন ১৬ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে আইস।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। তবে অবৈধভাবে কর্মরত কাউকে পায়নি আইসের এজেন্ট।