দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে ভর্তি করার পর ভুল করে তার বাবার শরীরে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। এমনই অভিযোগ উঠেছে ভারতের রাজস্থানের কোটা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, আহত যুবকের নাম মণীশ। একটি দুর্ঘটনায় তিনি আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি বাবাকে ফোন করে হাসপাতালে ডেকে আনেন।
মণীশ জানান, অস্ত্রোপচারের আগে পর্যন্ত তার বাবা তার সঙ্গে ছিলেন। অস্ত্রোপচারের জন্য ওটিতে প্রবেশের আগে তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়, এবং সেখানে তিনি অপেক্ষা করছিলেন। মণীশ দাবি করেন, তার বাবা পক্ষাঘাতগ্রস্ত।
মণীশ আরও জানান, পরে তিনি বাবার শরীরে কাটাছেঁটা ও সেলাইয়ের দাগ দেখে সন্দেহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান। তার দাবি, তার বাবাকে ওটির ভেতরে ডাকা হয় এবং এরপর তিনি আর কিছু মনে করতে পারেননি।
বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে, কোটা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সঙ্গীতা সাক্সেনা জানান, হাসপাতালের সুপারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আসলে ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়েছে কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক