এক সিনেমায় কবি, অন্যটিতে কবির সৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। মূকাভিনেতা থেকে অল্প সময়েই ছোটপর্দার প্রিয়মুখে পরিণত হয়েছেন খায়রুল বাসার। ফোকধর্মী দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেতা।
ছবি দুটির একটিতে তিনি অভিনয় করবেন এক কবির চরিত্রে। আরেকটি সিনেমায় তিনি হাজির হবেন এক কবির গল্পে। সেগুলো হলো মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’। এতে বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। শেষ করেছেন শুটিং। অন্যটি তানভীর মোকাম্মেলের ‘সোজন বাদিয়ার ঘাট’। এতে পল্লিকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থের একটি চরিত্রে কাজ করছেন তিনি। এর মধ্যে ‘বনলতা সেন’ সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। কেন এই চরিত্রটি বেছে নিলেন তিনি? এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন। অভিনেতা বলেন, ‘জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। তাঁর কবিতা পড়ে ভাবনার গভীরতা তৈরি হয়। পর্দায় জীবনানন্দ দাশ হওয়া আমার জন্য পরম সৌভাগ্যের।’