জান্নাতি আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে ভোটমারী বাজারে ঘণ্টাব্যাপী বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। এ সময় জান্নাতির শিক্ষক ও সহপাঠীরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম জানান, জান্নাতি একজন মেধাবী শিক্ষার্থী। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচারের দাবীতে আজ আমরা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছি।
লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা যায়, জান্নাতি আক্তার ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চর ভোটমারী এলাকার ফজু মিয়ার কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় ভুট্টা ক্ষেতে জান্নাতি আক্তারের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। স্থানীয়দের দাবি, বেলালসহ কয়েকজন জান্নাতিকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। এ সময় জান্নাতির হাত ও পা ভেঙ্গে দেয়া হয়। তার গলা চেপে ধরা হয় এবং মুখে মাটি ঢুকিয়ে দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার সোলেমান আলীর পুত্র বেলাল হোসেনকে গ্রেফতার করেন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা হয়েছে।
এ দিকে বৃহস্পতিবার সকালে বেলাল হোসেনের বাড়ি আগুন দিয়ে পুড়ি দেয় বিক্ষুপ্ত জনতা।
বিডি প্রতিদিন/জামশেদ