বর্তমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে ইরানের। এই উত্তেজনার মধ্যে দেশটিতে সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৃহস্পতিবার তিনি রাজধানী তেহরানে পৌঁছেছেন।
এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বেশ কয়েকটি মিটিং করবেন। নতুন করে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সময় তারা আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি এবং তা সমাধানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। সূত্র: আরব নিউজ, রয়টার্স, সিএনএন
বিডি প্রতিদিন/একেএ