বরিশালের গৌরনদীতে দুদিন আগে চোর সন্দেহে গনধোলাইর শিকার যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয় বলে জানান ওসি মো. ইউনুস মিয়া।
মৃত সাগর মোল্লা (২৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সিরাজ মোল্লার ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গত ১৪ এপ্রিল দিবাগত রাত একটার দিকে উপজেলার সালতা গ্রামের এক বাসিন্দার বাড়িতে প্রবেশ করে সাগর মোল্লা। বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে গনধোলাই দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাগরের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় সিরাজ মোল্লা মামলা করবে বলে জানিয়েছে।
সিরাজ মোল্লা জানান, কর্মসূত্রে সে মাদারীপুর থাকতো। গত রবিবার (১৪ এপ্রিল) রাতে সাগর ডুমুরিয়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সালতা গ্রামের বাসিন্দারা তাকে চোর সন্দেহে পিটিয়ে আহত করেছে। দুদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে সে। এ ঘটনায় মামলা করবেন তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ