শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে বৈশাখী মেলায় জুয়া বন্ধ করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে ঝিনাইগাতী থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য প্রথমে অবরুদ্ধ হয়। পরে পোষাক ছিড়ে ফেলা ও কিল ঘুষি দিয়ে আহত করা হয় পুলিশ সদস্যদের।
গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমি জানিয়েছেন, রাতেই ঘটনার জন্য জুয়া আইন ও পুলিশের কর্তব্যে বাঁধা এবং পুলিশ আহত করা সংক্রান্ত দুটি মামলা হয়েছে। দুই মামলায় ১৪ জনের নামে ও আরও ৭/৮জন অজ্ঞাত রেখে মামলা দেওয়া হয়েছে।
প্রতিবছর ঝিনাইগাতীর পাইকুরা বাজারে গতকাল ৫এপ্রিল বৈশাখী মেলার আয়োজন করা হয় মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সুলতান আহাম্মদ, ইউপি সদস্য ও সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আসাদ মেম্বার, আসাদ মেম্বারের ভাই ইনছান ও ছাত্রদল নেতা আনন্দে নেতৃত্বে বিকাল থেকেই মেলায় জুয়ার আসর বসে। জুয়ার আসরের বিষয়টি জানতে ঝিনাইগাতী থানার এসআই মো. হানুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ এপ্রিল সন্ধ্যায় জুয়া বন্ধ করতে বলে ও দুই জুয়ারিকে আটক করে। এ সময় আসরের আয়োজকরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলীসহ পাঁচ পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, পাইকুড়া বাজারে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/নাজমুল