মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু আগামীকাল। প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরিতে বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে লিখিত অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।