যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হুথি এক বিবৃতিতে জানিয়েছে, প্রজেক্টাইল এবং ড্রোন ব্যবহার করে তারা এই হামলা চালায়। এই অভিযানে একটি মার্কিন রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়।
হুথি বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএভি বাহিনী ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় সামরিক অভিযান পরিচালনা করেছে। একটি 'ইয়াফা' ড্রোন ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে।
হুথি এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয় হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে এটা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়া। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ।
হুথি আরও বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের প্রতিক্রিয়ায় আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছে।
হুথি গোষ্ঠী ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর , আরব সাগর, বাব আল-মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের জলসীমায় হামলা চালাচ্ছে। ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করার পর হুথি তাদের আক্রমণ আরও তীব্র করেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল