শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও সাধারণ মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, "গোটা মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ ইস্যু এটি। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সহানুভূতি জানাতে আমরা এই কর্মসূচি পালন করেছি। এটি মানবিক ও নৈতিক দায়িত্ব থেকে করা হয়েছে।"
তবে উল্লেখযোগ্য যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে দলীয় ব্যানারে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা ২০২৩ সালের ৬ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়।
বিডি প্রতিদিন/আশিক