গাজায় ইসরায়েলি গণহত্যা ও হামলা বন্ধের দাবিতে সোমবার সারা দেশে নজিরবিহীন বিক্ষোভ করে বাংলাদেশের মানুষ। বিক্ষোভের সময় কয়েকটি শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।
এসব ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। ইতোমধ্যে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার রাতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এক বিবৃতিতে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। এছাড়া, হামলায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরো মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা এবং ভাঙচুর জননিরাপত্তা এবং আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। যারা এই হামলা চালিয়েছে তাদের সবাইকে শনাক্ত করতে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করা না যাবে, ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে তদন্তকাজে সহায়তার জন্য জনসাধারণকে তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে।
একইসাথে, সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারীদের জবাবদিহিতা আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক