উচ্চ আদালতের নির্দেশের পরও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের স্ত্রী-সন্তানের টাকা ফেরত দিচ্ছে না বেসরকারি খাতের প্রাইম ব্যাংক পিএলসি। জানা গেছে, হাসান আহমেদের প্রায় ১০০ কোটি টাকার এফডিআর রয়েছে ব্যাংকটির মতিঝিল শাখায়। হাসান আহমেদের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওয়ারিশ সনদসহ প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় আবেদন করেন। কিন্তু ব্যাংক টাকা দিচ্ছে না। পরে হাসান আহমেদের স্ত্রী টাকা ফেরতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এতে বিবাদী করা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও মতিঝিল শাখার ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চ শুনানি শেষে গত ২৫ মার্চ দরখাস্তকারীর পক্ষে আদেশ দেন। আদেশে বলা হয়, দরখাস্তকারী জান্নাতুল ফেরদৌসের স্বামীর এফডিআর তার উত্তরাধিকারীদের দ্রুত বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদেশে আরও বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি বাদীর দেওয়া দরখাস্তটি আইন অনুসারে নিষ্পত্তি করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে মামলার বাদী জান্নাতুল ফেরদৌস বলেন, অর্থ চেয়ে বারবার আবেদন করলেও নানানরকম টালবাহানা করা হচ্ছে।