জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন ভাতা চালু রাখতে ইএফটিতে নাম অন্তর্ভুক্তকরণের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, এ শিক্ষকদের যাদের বিরুদ্ধে যৌক্তিক তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতা চালু থাকবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।