ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে গাজায় নৃশংস হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর বিভিন্ন কলেজে একযোগে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ হওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল- আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, নাসিরাবাদ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, আইএইচটি ও আলমগীর মনসুর (সিন্টু) মেমোরিয়াল কলেজ।
এর মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষোভ মিছিলে অংশ নেন প্রতিষ্ঠানের উপাধক্ষ প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসী, শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী বিপ্লব কুমার, মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদুল ইসলাম মুকুল, শাহরিয়ার আলম সুমন, পলিটেকনিকের আহ্বায়ক ইমন চৌধুরী, সদস্য সচিব আল মামুন জুয়েল, যুগ্ম আহ্বায়ক সিজার, নাহিদ, নাঈম, ছাত্রনেতা হুমায়ন কবীর প্রমুখ।
এছাড়াও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ রায়ের নেতৃত্বে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রদল নেতাকর্মী ও কলেজ শিক্ষার্থীরা।
এ সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এতে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিন জানান, গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে এই মানবতাবিরোধী অপরাধ বন্ধ করা হোক।
বিডি প্রতিদিন/মুসা