নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে ১০টা পর্যন্ত নামাজে খুতবা পড়ে বিশ্ব মুসলিম উম্মা্হসহ দেশের শান্তি রক্ষায় দোয়া পড়েন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাও মুফতি আল্লামা আব্দুল মতিন।
সকাল ১০টায় দ্বিতীয় ও সাড়ে ১০টায় তৃতীয় জামাত মোক্তারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ঈদের প্রধান জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
দীর্ঘ কয়েক বছর পর মাঠে ২৫ কাতারে পরিপূর্ণ হয়েছে। ঈদগাহ মাঠের প্যান্ডেলের বাইরে গিয়েও মাঠটি কানায় কানায় ভরে ওঠে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের জামাত আদায় করেন প্রধান জামাতে। এছাড়াও জেলার আটটি স্থানে একইরকম ভাবে একই সময়ে জামাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সদরে ১৭টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার ১০ উপজেলায় ২২ শতাধিক ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
তিনি আরও বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই জামাত অনুষ্ঠিত হয়েছে। এখনো পর্যন্ত পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে।
বিডি প্রতিদিন/আরাফাত