বগুড়া সারিয়াকান্দিতে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত আব্দুর রহমান ধলার পরিবারের কাছে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২৯ মার্চ) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ সামগ্রী দুর্গম চরাঞ্চলের নিজ গ্রামে পৌঁছে দিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, কাজলা ইউনিয়ন বিএনপি সভাপতি আবু ইছাহাক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বেলাল, সাবেক কাজলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সাকি, কাজলা যুবদলের আহ্বায়ক সোহেল রানা রিপন, সি. যুগ্ম আহ্বায়ক হাশেম প্রাং, কাজলা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাকিল মিয়া, সদস্য সচিব ওয়াকিল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সোহেল রানা, শহিদ আ. রহমান ধলার চাচা এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে আব্দুর রহমান গাজীপুর শ্রীপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। তিনি উপজেলার দুর্গম চরাঞ্চল কাজলা জামথল গ্রামের ছেলে।
রহমতের মা বলেন, রহমত আমার সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলে। প্রতিটি ঈদেই সে আমাদের পরিবারের সবার জন্য নতুন কাপড় কিনে আনত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের ঈদ সামগ্রী পাঠিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই।
বিডি প্রতিদিন/জামশেদ