বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত বরিশালের বানারীপাড়া উপজেলার ৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও ৩৬ জুলাই ঐক্য সংসদের সভাপতি শামীম আকন এই উপহার সামগ্রী পৌছে দেন। এসময় তিনিসহ তার সঙ্গে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
শামীম আকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বানারীপাড়ার চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।
এসময় শহীদ পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/মুসা