রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।
জানা গেছে, গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিতে তিনজন শহীদ হয়েছেন। তিনজন শহীদ পরিবারের প্রত্যেককে জেলা পরিষদের অর্থায়েনে প্রত্যেককে ২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ‘এ’ ক্যাটাগরির আহত ৫ জনকে প্রত্যেককে ২ লাখ টাকা ও ‘ বি’ ক্যাটাগরির তিনজনের প্রত্যেককে ১ লাখ টাকা টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম, মূখ্য সংগঠন হাসিবুল ইসলাম শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্যসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ