বৈষম্যবিরোধী আন্দোলনে বরিশালের সাত শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আজ সোমবার থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমে নগরীর গোরাচাঁদ দাস রোডের শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারকে ঈদ সামগ্রী দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সদস্য-সচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় নেতারা জানান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। বরিশাল বিভাগের ১২৯ শহীদ বীরদের পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হবে। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার শহীদ বীরদের ৭ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ