রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. এস এম মাসুদের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. এ বি এম নাঈম হাসান।
কর্মশালায় জানানো হয়, আগামী ১৫ মার্চ দিনব্যাপী রাজবাড়ীর পাঁচটি উপজেলার ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ১২৮টি ওয়ার্ডে মোট ১০৬৬টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ১০০ জনকে নীল রঙের ক্যাপসুল ও ১৩ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ২৭ হাজার ১৩০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় সর্বমোট ১ লাখ ৪৬ হাজার ২৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকারেমা মানজুরার সঞ্চালনায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রহমত আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই