গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই ক্যাম্পেইন সম্পর্কে জানান সিভিল সার্জন ডা: আবু সইদ মোহাম্মদ ফারুক। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১০টায় গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস।
এ সময় গোপালগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার জেলার মোট পাঁচটি উপজেলায় ৭টি স্থায়ী, অস্থায়ী ১৭ শত ৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৫৭২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৫৩১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এএ