পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির সংগঠক মুসাব্বির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদ (১৯) আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
সানির অভিযোগ, সে তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার পর ৫-৭ জন লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সানজিদকেও মারধোর করে হামলাকারীরা। হামলায় সানির পিঠ ও হাত এবং তার ভাইয়ের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়। সানি জানায়, সে জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে।
খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাদের দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক জানান, আহত দুইজনের মধ্যে সানির শরীরে আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তার কোথাও ভেঙেছে কিনা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবাহান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন