বরিশাল নগরীসহ বিভাগে গাছ থেকে পেরেক উত্তোলনে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে সামাজিক বন বিভাগ। বুধবার নগরীতে এ কর্মসূচি শুরু হয়েছে।
নগরীর আমতলা মোড় এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের মো. সাব্বির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের বরিশাল বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী ও সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।
সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, গাছ সুরক্ষা কর্মসূচির আওতায় মাসব্যাপী পেরেক উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল