গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয় এবং হাট ইজারাদারের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ আল কামাহ তমাল। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম, বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, ভরতখালী হাটে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত টোলের চেয়ে বেশি অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠে আসে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হাটে অভিযান পরিচালনা করে। অভিযানে ইজারাদারদের সতর্ক করে সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে সাধারণ ক্রেতা-বিক্রেতারা সহজেই টোল সম্পর্কে অবগত থাকতে পারেন।
এ সময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘবে হাটবাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
বিডি প্রতিদিন/এমআই