নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাদিয়া (২৪) নামে এক নারীর পা বিচ্ছিন্ন হয়েছে। গতকাল সাইনবোর্ড-চাষাঢ়া লিংক রোডের জলকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা জানান, সাইনবোর্ড থেকে চাষাঢ়া অভিমুখে যাওয়া একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে সাদিয়া ছিটকে পড়ে যান। কাভার্ডভ্যানের চাকা তার পায়ের ওপর দিয়ে যায়।