কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শব্দদূষণ রোধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি ট্রাকের প্রতিটির চালককে ৫০০ টাকা করে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট দীপ জন মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।