প্রজনন মৌসুমে নিষেধজ্ঞার মধ্যেও চলছে ইলিশ শিকার। এজন্য ইলিশ মাছ রক্ষায় চাঁদপুর শরিয়াতপুরে মেঘনা, রাজবাড়ীতে পদ্মা নদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত জেলেদের আটক, জাল ও নৌকা জব্দ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁদপুর : মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও দুটি বোটসহ ১৭ জেলেকে আটক করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকা থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ মাছ ও দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১৭ জেলেকে আটক করা হয়। এর মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে তাকে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
শরীয়তপুর : গোসাইরহাটে ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ জব্দ ও সাত জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।
রাজবাড়ী : গোয়ালন্দে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে নয় জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।